অর্পণ নন্দী, কাটোয়াঃ মঙ্গলকোটে বিষধর সাপের ছোবলে আহত দুই। তাদেরকে আশঙ্কজনক অবস্থায় পাঠানো হলো বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ইছাবট গ্ৰামে ইন্দ্র বাগাই (৫) সন্ধ্যায় বাড়িতে খেলছিল, সেই সময় তাকে বিষধর সাপে ছোবল মারে, পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে এসে মঙ্গলকোট ব্লক হসপিটালে ভর্তি করে, সেখানে তার অবস্থা খারাপ থাকায় তাকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। অপরদিকে মঙ্গলকোট থানার খুতুব্বা গ্ৰামের শেখ আনারুল (৫৭) মাঠ থেকে বাড়ি ফিরছিল, সে সময় তাকে বিষধর সাপে ছোবল দেয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট ব্লক হসপিটালে ভর্তি করে এবং তার অবস্থা খারাপ দেখায় তাকেও বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয়।
Social