সেখ সামসুদ্দিন, মেমারিঃ রবিবার ১৬ জুলাই পূর্ব বর্ধমানের মন্তেশ্বর সাগর বালা হাইস্কুলে “মন্তেশ্বর শিক্ষক ঐক্য” এর পরিচালনায় “বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা”-র পুরস্কার বিতরণ ও শংসাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুল ছাড়াও অন্যান্য স্কুলেও হয়ে থাকে। বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা হয় চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির মধ্যে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যারা হয়েছে তাদের মধ্যেই পুরস্কার বিতরণ করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটি গাছও প্রদান করা হয়ে থাকে। কারণ, একটি গাছ বহু মানুষের জীবন বাঁচিয়ে তোলে তারই পরিপ্রেক্ষিতে একটি করে গাছও প্রদান করেন শিক্ষকরা এবং ছাত্রদেরকে বলেন তোমরা যেন ডাক্তার, ব্যারিস্টার, উকিল সহ নানান বিষয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে এবং গ্রামের তথা দেশের প্রতি যেন দায়বদ্ধ থেকে প্রকৃত মানুষ হিসাবে কাজ করো।
Check Also
‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন
টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত …