টুডে নিউজ সার্ভিস, মুর্শিদাবাদঃ বাড়ির ভাগ চেয়ে সদর দরজায় তালা ঝুলিয়ে গৃহবন্দী করা হলো এক বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার অন্তর্গত মুর্শিদাবাদ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ইচ্ছাগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, ওই বৃদ্ধার স্বামী ২০২০ সালে ৬ মার্চ মারা যান, তারপর থেকে ওই বৃদ্ধা গৌরী দেবনাথের উপর তার ছেলে সঞ্জয় দেবনাথ এবং ননদ ছুলতা দেবনাথ বাড়ির ভাগ চেয়ে অত্যাচার শুরু করে। তার ননদ কলকাতাতে থাকেন এবং সেখান থেকে গত তিন দিন আগে মুর্শিদাবাদে এসে ভাইপোর বাড়িতে ওঠেন। প্রায় এসে বৃদ্ধার উপর শারিরীক নির্যাতন করা হতো বলে দাবি করেন বৃদ্ধা। বৃহস্পতিবার আবারও বৃদ্ধার সঙ্গে ঝামেলা শুরু করেন তার ননদ এবং তারপরে বৃদ্ধাকে বাড়ির ভেতরে রেখে বাইরে থেকে বাড়ির সদর দরজায় তালা ঝুলিয়ে দেন। অসুস্থ এবং বয়স বাড়ার কারণে তিনি যে দেওয়াল টোপকে যাবেন সেটিও সম্ভব নয়। তিন দিন ধরে তালা মারা অবস্থায় বাড়ির ভেতরেই রয়েছেন তিনি। লোকেদের দিয়ে ওষুধ এবং জল নিয়ে আনাচ্ছেন, লোক না পেলে টিউবয়েলের অপরিশোধিত জল খেতে হচ্ছে তাকে। সেই খবর পেয়ে সংবাদমাধ্যম তার বাড়িতে গেলে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, কাউন্সিলরকে অভিযোগ করা হয়েছে কাউন্সিলর কিছু পদক্ষেপ গ্রহণ না করলে তিনি থানাতে অভিযোগ দায়ের করবেন।
সংবাদমাধ্যমের সামনে বৃদ্ধার ছেলের বিরুদ্ধে বৃদ্ধা অভিযোগ করেন, একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এবং সেখানে ৭২ হাজার টাকা ছিল, সেই অ্যাকাউন্টের এটিএম জোর করে ছেলে কেড়ে নিয়ে যায় এবং এটিএম থেকে সমস্ত টাকা তুলে নেই, এ বিষয়ে পেশায় শিক্ষক অভিযুক্ত ছেলে সঞ্জয় দেবনাথের কাছে সংবাদমাধ্যম গেলে তিনি মুখ খুলতে চাননি।
Social