টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল সরকারি বাস। জানা যায়, বর্ধমান শহরের মধ্য দিয়ে নবাবহাটের দিকে ১৬ জন যাত্রী নিয়ে যাচ্ছিল সরকারি বাসটি। হঠাৎই পাঞ্জাবি পড়ার কাছে ওভারব্রিজের উপর ব্রেক ফেল করে। বাসের ড্রাইভার সুযোগ বুঝে রাস্তার ডান দিকে মানুষজন কম থাকায় রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে বেশ কিছুদূর গিয়ে বাসটি থেমে যায়। আর এই ঘটনায় আতঙ্কে সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে এবং তারা চিৎকার করতে থাকেন। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান তারা। এদিকে বাসের বাঁদিকের ধাক্কা লাগাতে বাসের দরজা লক হয়ে যায় এরপর বাস ড্রাইভারের দরজা দিয়ে যাত্রীরা বাইরে বের হন। জানা গেছে, কেউ আহত হননি। বাসের সামনের বাঁ সাইডের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার বার সরকারি বাসের এইভাবে দুর্ঘটনায় পড়া নিয়ে রক্ষনাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।
Social