বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। দ্রুত গতিতে আসা চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘাতক গাড়িটি বাইকটিকে প্রায় ৮ কিলোমিটার ছেচরে নিয়ে যায় জাতীয় সড়কের উপর দিয়ে। সূত্রের খবর, শুক্রবার নদীয়ার শান্তিপুর ফুলিয়ার উদয়পুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এক যুবক বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিল। তখনই রানাঘাট গামী একটি চার চাকা গাড়ি তাকে দ্রুত গতিতে এসে সজরে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় বাইক আরোহী, ছুটে আসে স্থানীয়রা খবর দেয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর ওই যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত বাইক আরোহীর নাম বিভু বর্মন।
ঘাতক গাড়িটিকে রানাঘাট কোর্ট মোড়ে ধরে ফেলে পথচারীরা। সেখানেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। যদিও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটি অতি দ্রুত গতিতে চালাচ্ছিল, তার কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে।
Social