টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নিকাশী নালার উপরে জায়গা দখল করে বাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে মঙ্গলবার। আর এই ঘটনায় অভিযোগের তীর বর্ধমান পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের দিকে। স্থানীয়দের অভিযোগ বর্ধমান হাসপাতাল সংলগ্ন যে বড় নিকাশি নালা রয়েছে সেটি হাসপাতাল ও মিঠাপুকুর এলাকার অন্যতম নিকাশি ব্যবস্থা। এই নিকাশী নালার উপরের অংশ দখল করে এবং কিছুটা অংশ বুজিয়ে বাড়ি তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছেন খোদ কাউন্সিলর। আর এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়।
এই ঘটনায় আসরে নেমেছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি জানান বিষয়টি নিয়ে তদন্ত হবে। তবে স্থানীয় মানুষের অভিযোগ বর্ধমান হাসপাতাল সংলগ্ন এই বড় নিকাশি নালাটি উপর যদি কোনো নির্মাণ কার্য করা হয় তাহলে বর্ষার সময় এই নিকাশী নালা পরিষ্কারে অসুবিধা দেখা দেবে। ফলে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকার জলমগ্ন হয়ে যেতে পারে। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা নর্দমা দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক।
Social