Breaking News

দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হতে চলেছে সেতু

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মন্তেশ্বরের মামুদপুর-২ পঞ্চায়েতের মোনাডাঙ্গা ডাঙ্গাপাড়া এলাকার সেচ খালের উপর নতুন সেতু নির্মাণের উদ্যোগী নিয়েছে সেচ দপ্তর। সোনাডাঙ্গা সুটরা বাস রাস্তাটি গিয়েছে এই সেতুটির  উপর দিয়ে। বিগত বছর দুয়েক ধরে ভাঙ্গা সেতু উপর দিয়ে চলাচল করছিল বাস সহ অন্যান্য যানবাহন। সেতুটি চওড়া কম হওয়ার কারণে যানবাহন একসঙ্গে যাতায়াত সম্ভব ছিল না। এমত অবস্থায় স্থানীয় মামুদপুর গ্রাম পঞ্চায়েত সহ এলাকার মানুষজন বারবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য আবেদন জানিয়ে আসছিল। অবশেষে এলাকাবাসীর দাবি মেনে শুরু হয়েছে নতুন সেতু নির্মাণের উদ্যোগ। পুরনো সেতুটি ভেঙে আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেতুর এক পাশ দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। 

এদিন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, সেচ দপ্তরের এক ইঞ্জিনিয়ার মামুদপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভেন্দু মল্লিক ওই এলাকা পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন।   বিডিও গোবিন্দ দাস বলেন, এলাকাবাসী দাবি মেনে কাজ শুরু হয়েছে মাসখানেকের মধ্যেই কাজ শেষ করা যাবে বলে আশা করছি। মামুদপুর-২ অঞ্চলের উপ-প্রধান শুভেন্দু মল্লিক বলেন, এই রাস্তাটির উপর প্রায় ১৫-২০টি গ্রামের মানুষজন নির্ভরশীল। নতুন করে সেতু নির্মাণ হলে এলাকার মানুষজন খুবই উপকৃত হবে।

About Burdwan Today

Check Also

ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের, বৃহস্পতিবার থেকে বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান

টুডে নিউজ সার্ভিসঃ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার। আলুর সঙ্কট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *