টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বর্ধমানের আনজিরবাগান আন্ডারপাশের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল সদর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র (ওয়ান সাটার পাইপ গান), তিনটি গুলি পাওয়া যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ধৃতরা এর আগে মহারাষ্ট্র এবং বিহারে বিভিন্ন জায়গায় অপরাধ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। এদিন এখানে তাঁদের জড়ো হওয়ার উদ্দেশ্য ছিল মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়া ব্যক্তির কাছ থেকে অস্ত্র দেখিয়ে তা লুট করা। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতরা হলেন দেবরাজ সাহানি, সন্তোষ চৌধুরী, শেখ শরিফ, শুভম প্রসাদ গুপ্ত, এবং বিক্রম পোদ্দার। এদের মধ্যে দেবরাজ সাহানি মহারাষ্ট্রের পালঘর এলাকার বাসিন্দা।
এদের মধ্যে দেবরাজ সাহানি, সন্তোষ চৌধুরী ও শেখ শরিফ-এর কাছ থেকে দুটি পাইপ গান এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। এই তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। যদিও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না আটক হওয়া বিক্রম পোদ্দার। তিনি বলেন, তিনি ওদিন আঞ্জিরবাগান বস্তাপট্টি এলাকায় লিট্টি বিক্রি করছিলেন সেই সময় পুলিশ তাঁকে গ্রেফতার করা।