জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ট্রাক্টর উল্টে খালাসির মৃত্যুর ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শেখর গাঙ্গুলী মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের আটাশপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি বর্ধমান মালডাঙ্গা রাস্তায় আটাশপুর মোর এলাকায় একটি ট্রাক্টর উল্টে যায়। ঘটনা গুরুতর আহত হন খালাসি আলমগীর শেখ (৩৪)। বাড়ি আটাশপুর গ্রামে। আহত অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তির দু’দিন পরই হাসপাতালেই মারা যায় সে। এরপর মৃত আলমগীর শেখের পরিবারের পক্ষ থেকে গাড়ি চালকের বিরূদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ করা হয়।
সোমবার রাতে গাড়ির চালককে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে কালনা আদালতে পাঠায় পুলিশ।
Social