বলরাম চক্রবর্তী, বাঁকুড়াঃ কোতুলপুর ব্লকের বিভিন্ন এলাকায় সাড়ম্বরে পালিত হলো বিশ্ব নবী দিবস। মুসলিম ধর্মের প্রবক্তা শান্তির বার্তা বাহক হযরত মুহাম্মদের নামে মুসলিম সম্প্রদায়ের মানুষ জয়ধ্বনি দিতে দিতে বিভিন্ন এলাকা থেকে এসে গোটা কোতুলপুর প্রদক্ষিণ করেন। বিভিন্ন মসজিদ থেকে ছোট বড় শোভাযাত্রা বের হয় হযরত মোহাম্মদের নামে ঈদ-এ-মিলাদুন-নবী এবং ধর্মীয় বার্তা প্রচার করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি সাধারণ মানুষকে মিষ্টি মুখও করানো হয়। করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হলো এই বিশ্ব নবী দিবস। শান্তির বার্তা বাহক শান্তি সম্প্রীতি এবং ভাতৃত্ববোধকে দিকে দিকে প্রচারের আলোয় আনতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেন। বিভিন্ন এলাকায় সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় জলসা। সর্বোপরি বিভিন্ন রকম শোভাযাত্রা এবং শান্তির বার্তা নিয়ে বিশ্ব নবী দিবস এক কথায় সাফল্যমন্ডিত লাভ করে।
