পাপু লোহার, পানাগড়ঃ পানাগড় গ্রাম পাঠানপাড়া তৃণমূল কার্যালয়ে পঞ্চায়েত প্রধান সাহিনা বেগমের উদ্যোগে পালিত হল তৃণমূল কংগ্রেসর প্রতিষ্ঠা দিবস। রবিবার সকালে পাড়ার কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন পাড়ার বয়জেষ্ঠ তৃণমূল কর্মী সাবির খান।
এদিন পতাকা উত্তোলন পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয়। ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন ও সকলকে প্রতিষ্ঠা দিবসের ও নতুন বর্ষের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুঃস্থ পরিবারদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চায়েত প্রধান শুক্লা সিং। রবিবার সকালে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং নিজের বাড়ির সামনে দেড়শ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে মিষ্টিমুখ করান। তিনি জানিয়েছেন প্রতিবছরই তিনি এই ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকেন এবারও সে কার্যক্রম বাদ পড়েনি।