জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর গ্রামবাসী সহযোগিতায়, হাসপাতাল মোড়ের কালীমাতা সংঘের পরিচালনায় প্রতিবছর মাঘ মাসের চতুর্দশী তিথিতে মন্তেশ্বরের হাসপাতাল মোড় এলাকায় আনন্দ উৎসাহের সঙ্গে ধুমধামের সহিত রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদ্যোক্তারা জানান এই বছর পূজা ৭০তম বছরে পদার্পণ করল। গত দু’বছর করোনার প্রভাব কাটিয়ে এই বছর আনন্দে উৎসাহের সঙ্গে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজা কমিটির সদস্যরা জানান, শুক্রবারের রাতে পূজা আরম্ভ হয়েছে। এই পূজা দুই দিন ধরে চলে। পুজো উপলক্ষে আজ দ্বিতীয় দিন এলাকার প্রায় দুই থেকে তিন হাজার মানুষের এদিন দুপুরে অন্ন ভোগ গ্রহনের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যায় রয়েছে বাউল অনুষ্ঠান। পুজোর আয়োজন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে উদ্যোক্তারা জানান।