টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বামেদের সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল বিভিন্ন প্রান্তে। গোটা রাজ্যের পাশাপাশি সোমবার বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীতে দেখা সকালে পতাকা উত্তোলন, শহীদের প্রতি মাল্যদান, পদযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করতে।
এ বিষয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির বর্ধমান সদর দুই নম্বর ব্লকের সম্পাদক জহর দত্ত বলেন, ১ মে ১৮৮৬ সালে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা এলাকার শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়ে পদযাত্রা সংগঠিত করলাম, যা স্বস্তিপল্লী থেকে শুরু হয়ে বাম, আলিয়া, দিঘিরপাড় হয়ে শেষ হয় জোমরাম এলাকায়। এদিনে প্রায় কয়েকশো কর্মী সমর্থক লাল পতাকা নিয়ে মিছিল হাটেন। পাশাপাশি এদিন মিছিলে পুলিশি কড়া নজরদারি ছিল।
বিস্তারিত আসছে…