টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ হুগলি জেলায় শ্রীরামপুরে মাহেশ জগন্নাথের রথযাত্রা ৬২৬ বছরে পড়লো। গত দু’বছর করোনার জন্য রথের রশি টান বন্ধ ছিল, তাই মানুষের মন খারাপ ছিল। শুক্রবার দেখা গেল মাহেশে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। যেহেতু করোনা নামক অদৃশ্য শক্তি শান্ত আছে সেই কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবাল বৃদ্ধবনিতা আট থেকে আশি আজ রাস্তায় নেমে পড়েছে এবং জগন্নাথ দেবের দড়ি টানবে বলে তারা বদ্ধপরিকর।
শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ৬২৬ বছরে পা দিল। এই শুভলগ্নে শুভ সময় এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, সিরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, শ্রীরামপুর মিউনিসিপালিটি চেয়ারম্যান গিরিধারী সাউ, মদন মিত্র, শোভন দেব চট্টোপাধ্যায় এবং কালার্স বাংলা জয় জগন্নাথ সিরিয়ালের চৈতন্য এবং বিষ্ণুপ্রিয়া তারা নিজেদের সাজে সজ্জিত হয়ে তারা এসেছিলেন। তাদের দেখার জন্য সাধারণ মানুষ উপচে পড়ে ভিড়।