বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে। ১০ মাসের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেয়া হয় ঐ ছয় মাসের শিশুর শরীরে। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। ভুল তা স্বীকার করেছেন ওই চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ। ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। এই ঘটনায় উদ্বিগ্ন গোটা পরিবার।
বর্ধমানটুডে’র সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
শান্তিপুর পৌরসভা বাসন্তীতলা এলাকার বাসিন্দা কুন্তল রায়। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার ৬ মাসের পুত্র কিশান্ত রায়-এর ভ্যাকসিন নেয়ার জন্য যান শান্তিপুর মেডিকেল কেয়ার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসক ডাঃ সুমন সরকার তাকে গত ২৫ তারিখের দুটি ভ্যাকসিন দেয় বলে জানা যায়। পরে সেই ভ্যাকসিন কার্ডে কুন্তলবাবু দেখতে পান, যে দু’টি ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে একটির মেয়াদ ১০ মাস আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে।
তখন তারা প্রতিবাদ করলে ওই কর্তৃপক্ষ তখন ফ্রিজে থাকা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন সরিয়ে ফেলে বলে অভিযোগ। এরপর ওই পরিবার শিশুটিকে নিয়ে আতঙ্কে ও উদ্বেগের মধ্যে রয়েছেন। কত শিশুকে এই ধরনের ভ্যাকসিন দেয়া হয়েছে তার কোনো তথ্য দেননি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার।
Social