দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ হাতে গোনা আর কয়েকটা দিন। আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ করবে তৃণমূল। সেই উপলক্ষে বৃহস্পতিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে।
১৯৯৩ সালে একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের এই রক্তদান শিবিরের ১০০ জন রক্ত দান করেন ।
ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
Social