Breaking News

মেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে মৃত্যু

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বেলুন গ্যাসের সিলিন্ডার বাস্ট করে মৃত বেলুন বিক্রেতার। আহত শিশুসহ মোট আটজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোর মেলায়। জানা যায়, শান্তিপুর সুত্রাগড় এলাকায় প্রতিবছরই জাঁকজমকভাবে জগদ্ধাত্রী পুজোর মেলা বসে। করোনা আবহাওয়ায় সেভাবে পুজো পালন না করা হলেও করোনা আতঙ্ক কাটিয়ে মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর মেলায় এলাকাবাসীরা।

 শান্তিপুর সূত্রাগড় কদমতলা এলাকায় মেলা উপলক্ষে একটি গ্যাস বেলুনের দোকান বসে। শুক্রবার রাতে ওই মেলাতেই গ্যাস বেলুন বিক্রি করছিল ওই বিক্রেতা। ঠিক তখনই আচমকা গ্যাস বেলুন সিলিন্ডার বাস্ট করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বেলুন বিক্রেতার। আশে পাশে থাকা আট জন ওই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাদেরকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। 

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় শান্তিপুর পৌরসভার পৌর প্রতি সুব্রত ঘোষ। তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন দিন কয়েক বাদেই শান্তিপুরে রাস উৎসব রয়েছে। যাতে ওই মেলাতে ওই ধরনের বিস্ফোরক মূলক গ্যাস ব্যবহার না করা হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে গোটা শান্তিপুর এলাকায়। তবে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে কি কারণে এই ধরনের বিস্ফোরণ ঘটলো তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত এবং জখম ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *