পাপু লোহার, দুর্গাপুরঃ অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। পরিবারের হাতে তুলে দেওয়া হল মানসিক ভারসাম্যহীন বছর ১২ কিশোরকে। দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা পথ ভোলা হিন্দিভাষী এক কিশোরকে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ২৫ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত বিধান পার্ক এলাকার বাসিন্দারা তুলে দেয় স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে।
এরপর বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সেই খবর চাউল হয়। আর তার জেরে পথ ভোলা ওই কিশোরের সন্ধান পায় পরিজনরা। বৃহস্পতিবার রাতে নিউ টাউনশিপ থানার পুলিশ ওই কিশোরকে তার বাবা শশীকান্ত সিং-এর হাতে তুলে দেয়। পুরো ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খুশি প্রকাশ করেছেন ওই কিশোরের পরিবার।
Social