টুডে নিউজ সার্ভিসঃ চারদিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই চারদিনে মুখ্যমন্ত্রী সাক্ষাতের যে তালিকা সরকারি ভাবে প্রকাশ করা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।
যদিও রাজনৈতিক মহলের খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি সংসদের সেন্ট্রাল হলে বিরোধী সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।