দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সভ্যতার প্রথম দিক থেকেই বাল্যবিবাহ সহ একাধিক বিবাহের মতো প্রথাগুলি প্রচলন ছিল অত্যাধিক, যদিও আধুনিক সভ্যতায় বাল্যবিবাহ একটি আইনযোগ্য অপরাধ কিন্তু তবুও মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে বাল্যবিবাহের মতো কুপ্রথা। তাই বাল্যবিবাহের বন্ধের জন্য আছে সরকারি আইন এমনকি নির্দিষ্ট করে দেয়া হয়েছে ছেলে মেয়েদের বিবাহের বয়স কিন্তু তা শর্তেও সমাজ থেকে দূর হয়নি বাল্যবিবাহের মত অপরাধ জনক একটি কাজ।
জেনে বুঝে এখনও বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পরিবারের কন্যাদায়গ্রস্থ পিতা কন্যাদায় থেকে মুক্তি পেতে বাল্যবিবাহের মত অপরাধজনক কাজে লিপ্ত হয়ে যায়।
“আইন দিয়ে সব সময় সব কাজ হাসিল করা যায় না”- একথা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন সমাজের সর্বস্তরের মানুষ অর্থাৎ চাই প্রচার। আর সেই কাজটাই শনিবার করে দেখালেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুল। এদিন বাল্যবিবাহের সাথে সাথে সাইবার ক্রাইম এবং সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে সচেতনতা চালালেন স্কুল কর্তৃপক্ষ। ইন্দাস থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এই বিশেষ শিবিরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Social