Breaking News

বর্ধমানে গোবর গ্যাস প্রকল্পের পরিদর্শন

  

 জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায়  কর্মসংস্থানের লক্ষ্যে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের গলাতুন ডাঙ্গায় সরকারি উদ্যোগে গোবর গ্যাস প্রকল্পের উদ্যোগ নিয়েছে  মন্তেশ্বর ব্লক প্রশাসন। এদিন দুর্গাপুর থেকে আসা চার সদস্যের প্রতিনিধি দল মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস-কে সঙ্গে নিয়ে গলাতুন ডাঙ্গা এলাকায় পরিদর্শন করেন। 

 এদিন বিডিও গোবিন্দ দাস জানান, এলাকার কয়েকশো গরু-মোষ পালনকারী পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের পালন করা গরুর গোবর সংগ্রহ করে তা থেকে গোবর গ্যাস উৎপাদন করা হবে। উৎপাদিত গোবর গ্যাসের মাধ্যমে এলাকায় কমিউনিটি কিচেন তৈরি করা হবে। যে সমস্ত পরিবার গোবর সরবরাহ করছেন সেই সমস্ত পরিবারের মানুষজনকে ওই জ্বালানি ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

 পাশাপাশি ব্যবহৃত গোবরের অবশিষ্টাংশ গলাতুল ডাঙ্গা এলাকায় চাষ করা কলাগাছের খোসা ও কচুরিপানার সাথে মিশিয়ে জৈব সার উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। এতে একদিকে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে অন্যদিকে পরিবেশ দূষণ অনেকখানি রক্ষাও পাবে।মাসখানেকের মধ্যেই এলাকায় সচেতনতা শিবির করে এই প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, পূর্ব বর্ধমান জেলায় প্রথম এ ধরনের প্রকল্প তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে।

About Burdwan Today

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *