অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ ফের শুরু হলো দুয়ারে সরকার। অন্যান্য জেলার পাশাপাশি ২১ মে পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো। শনিবার ছিল তার প্রথম দিন। এদিন বিভিন্ন ক্যাম্পে উপভোক্তাদের অন্যান্য বারের তুলনায় ভিড় অনেকটাই কম। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের স্টল সাজিয়ে তোলা হয় স্কুল চত্বরে। আর সরকারি দপ্তরে নয় বাড়ির কাছে সকল পরিষেবা পেয়ে খুশি দুয়ারের সরকার ক্যাম্পে আসা উপভোক্তারা।
এদিন দুয়ারের সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার তাছাড়াও এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ আরও অন্যান্যরা। তারা এদিন দুয়ারে সরকার কর্মসূচির প্রত্যেকটি ক্যাম্প পরিদর্শন করে খতিয়ে দেখেন। পাশাপাশি এদিন বিকেলে বর্তমান শাসক দলের ১১ বছরের পূর্তি উপলক্ষে এবং রাজ্য সরকারের এই ১১ বছর উন্নয়নকে তুলে ধরতে শোভাযাত্রা সহকারে এক পদযাত্রা বের করা হয়।
Social