Breaking News

ফেসবুক থেকে প্রেমালাপ তাঁর পরিনতি হল ভয়াবহ মৃত্যু

 

টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বনবনিয়া রামকৃষ্ণপল্লীর বাসিন্দা রাজীব সরকারকে অচৈতন্য অবস্থায় হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। প্রাথমিকভাবে ডাক্তারদের কাছ থেকে বাড়ির লোক জানতে পারেন তাদের ছেলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গতকাল সকালে এদিকে দুদিন ফোন বন্ধ থাকায় প্রেমিকের খোঁজে প্রেমিকা এদিন দুপুরে সটান হাজির রাজীব সরকারের বাড়িতে। তখন সবকিছু জানাজানি হয়ে যায়।  রাজীবের সাথে গোপালনগর থানার মিষ্টু মণ্ডল (সুমি)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।  ২৬ বছরের এক বিবাহিত মহিলার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, শুধু কথার মধ্যে দিয়ে ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ে রাজীব। অশোকনগর কল্যাণগড় পৌরসভার বনবনিয়া রামকৃষ্ণ পল্লীতে রাজীব সরকারের বাড়ি হলেও কর্মসূত্রে সৌদি আরব থাকতো।

পারিবার সূত্রে জানা গেছে, ৪৫ দিন ছুটি নিয়ে বাড়ি এসেছিল রাজীব। বাড়ি ফেরার পর থেকেই ছেলে বাড়িতে থাকত না, ৮ অগাস্ট সোমবার সকালবেলা ডাকতে গেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। সোমবার সকালে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাচক্রে ৯ অগাস্ট দুপুরে  গোপালনগর থানার পাল্লা গ্রামের বাসিন্দা মিষ্টু মণ্ডল রাজীবের খোঁজ করতে পাড়ায় এলে তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে ও জানতে পারে মহিলাটি স্বামী ও সন্তান রয়েছে, রাজীবের সাথে ফোনের কথা বলার মধ্য দিয়ে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে মেয়েটি এমনই অভিযোগ পরিবারের লোকেদের। 

গ্রামবাসীরা মারধর করে পরে প্রেমিকা মিষ্টু মণ্ডল-কে অশোকনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়।

About Burdwan Today

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *