টুডে নিউজ সার্ভিস, কালনাঃ তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় কালনা শহরের দুই তৃণমূল নেতাকে বহিষ্কার করল তৃণমূল। শুক্রবার জানালেন কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন পোড়েল, তিনি এদিন বলেন কালনার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনয়ভূষণ দত্ত তিনি নির্দলের হয়ে মনোনয়ন জমা করেছেন এবং ১৫ নম্বর ওয়ার্ডের অভিজিৎ দোলুই তিনিও নির্দলের হয়ে মনোনয়ন জমা করেছেন। নমিনেশন তোলার শেষ দিন তাঁদের বাড়ি গিয়ে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা অনুরোধ না শোনায় দল তাঁদের বহিষ্কার করেছে। আজ থেকে দলের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কালনার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ দোলুই তিনি বলেন, কে বহিষ্কার করল সেই বিষয়ে আমি কোনো গুরুত্ব দিচ্ছে না। আমি নির্দলের হয়ে দাঁড়িয়েছি জনগণের রায়ের প্রতি ভরসা রয়েছে।
Social