টুডে নিউজ সার্ভিসঃ দীর্ঘ লড়াই শেষ! অনুরাগীদের সুস্থতা কামনা উপেক্ষা করে মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসক, পরিবার ও বন্ধু সব্যসাচী চৌধুরীর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন এই লড়াকু অভিনেত্রী। রবিবার বেলা ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল অভিনেত্রীর শরীরে। দু’বারই ক্যানসারকে হারিয়ে ফিরে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে লড়েও জয়ী হতে পারল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। টানা ২০ দিনের লড়াইয়ে হার মানলো ঐন্দ্রিলা।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
Social