জ্যোর্তিময় মণ্ডল, মন্তেশ্বরঃ বৃহস্পতিবার ২৮ জুলাই এই দিনটি মন্তেশ্বর কলেজের কাছে একটি মহান দিন। ১৮৯১ সালের এই দিনে অর্থাৎ আজকের দিনে মন্তেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ডাঃ গৌর মোহন রায়। আর ডাঃ গৌর মোহন রায় নামে মন্তেশ্বর কলেজে নামকরণ। এদিন মন্তেশ্বর কলেজের পক্ষ থেকে তাঁর ১৩২তম জন্মদিবস পালন করা হয়।
এইদিন সকাল ১০টায় মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সহ ছাত্র ছাত্রীরা কলেজের মধ্যে ডাঃ গৌর মোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ও তাঁর স্মৃতিচারণ করে এবং কলেজ থেকে প্রভাত ফেরী বের করে ঘোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে আবার কলেজে ফিরে আসে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনটি পালন করে মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই সহ কলেজের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সহ কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা।
Social