জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত লবা হাঁসদা (৬০) মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের ধামাচিয়ার শিয়ালমারা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মাঠের কাজ করে গ্রামের রাস্তার ধার ধরে বাড়ি যাবার সময় দেওয়ানিয়া থেকে মঙ্গলপুর রাস্তা দিকে যাওয়ার সময় শিয়ালমারা মোড়ের কাছে ট্রাক্টরটি লবা হাঁসদার পিছনে ধাক্কা মারে এবং রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় লবা হাঁসদা। আহত অবস্থায় তাঁকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসারা মৃত ঘোষণা করেন। মৃতের বাড়িতে স্ত্রী ছাড়াও দুই ছেলে রয়েছে তার।
দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
Social