Breaking News

টুইন টাওয়ার এবার বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কল্যাণীর দুর্গাপুজোয় অন্যতম আকর্ষণ ছিল আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির ‘টুইন টাওয়ার।’ ‘টুইন টাওয়ার’-এর আদলে নির্মিত হয় তাদের মণ্ডপ। এবার কল্যাণীর পর বর্ধমান শহরের পাড়াপুকুরের রাসবিহারি এ্যথলেটিক ইউনাইটেড ক্লাবের কালী পূজায় সেই ‘টুইন টাওয়ার’-এর আদলে থিম তুলে ধরা হলো। যার লাইট ও সাউন্ড ছিল দেখার মতো। গত বছর তাঁরা ‘বুর্জ খালিফা’ করে শহরবাসীর নজর টেনেছিল। বেশ কয়েক বছর ধরেই তারা এইভাবে শহরবাসীকে নতুন নতুন চমক দিয়ে আসছে এ বছরও তার অন্যথা হলো না।

 এবছরের তাদের বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। পাশাপাশি বর্ধমানের বুকে টুইন টাওয়ার দেখতে এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

About Burdwan Today

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *