টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৩৬-এ পা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাটায় বারোটা ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় যেন শুভেচ্ছা ঝড়। সোমবার সকাল হতে না হতেই বাড়ির বাইরে ফুল মিষ্টি কেক নিয়ে সমর্থকদের ভিড়ও।
পাশাপাশি এদিন রাজ্যজুড়ে দিনভর বিভিন্নভাবে পালন করা হয় তৃণমূলের “যুবরাজ” এর জন্মদিন। যথা- কেক কেটে, পুজো দিয়ে এবং আকাশে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে চললো জন্মদিন পালন। তেমনি পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ তৃণমূল কংগ্রেসের অঞ্চল অফিসে অর্থাৎ জোতরাম তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেক কেটে দলীয় নেতা ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো সোমবার সন্ধ্যায়।
Social