টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নতুন দায়িত্ত্বভার গ্রহণ করার পর একাধিক বকেয়া কাজ দ্রুত বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলী তা গুপ্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের ধারে ১৬নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিক চুল্লী বসানোর কাজ শুরু করবে বর্ধমান উন্নয়ন সংস্থা। ইতিমধ্যেই তা শুরু হয়েছে বলে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলী তা গুপ্ত জানিয়েছেন।
এরই পাশাপাশি দুর্বল কৃষক সেতু নির্মাণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে এদিন সদরঘাট পরিদর্শনে আসেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, পিডাব্লুডি, সেচ দফতরের অধিকারিক ও প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য অধিকারিকগন।
মূলত এদিন পরিদর্শনে এসে বিডিএ-এর চেয়ারম্যান কাকলী তা গুপ্ত জানান, এই এলাকার সৌন্দর্য বাড়াতে এবং কৃষক সেতু নবরূপে নির্মাণের জন্য আসা, কিন্তু কিছু দামোদরের জায়গা অনুযায়ী সমস্যা রয়েছে। তবে আগামী কিছু দিনের পর ভাবনা চিন্তা নিয়ে উন্নয়নের এই ধারাকে বাস্তবায়ন হবে এটাই স্বাভাবিক।