বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়া জেলার কল্যাণী সীমান্ত স্টেশনে রেল অবরোধ করল হকাররা। তাদের দীর্ঘদিনের দাবি সীমান্ত থেকে প্রথম যে ট্রেনটি দেওয়া হতো ভোর ৫ টা ২ মিনিট-এর সেই ট্রেনটি চালানো হোক। সীমান্ত থেকে শিয়ালদা গামী ফাস্ট ট্রেনটি বন্ধ করে রেখেছে রেল কর্তৃপক্ষ। বারংবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়েই সোমবার সকালে অবরোধের পথে হকার ও ব্যবসায়ীরা। এদিনের এই রেল অবরোধের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।
Check Also
মন্তেশ্বরে হাসিবুল শেখ খুনে গ্রেফতার আরও ২
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার …