টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবারও ধীরে ধীরে বারছে করোনা সংক্রমণ। বর্ধমান জেলা আদালতে ৩ জন বিচারক করোনায় আক্রান্ত। বন্ধ হয়ে গেল তিনটি এজলাসের কাজকর্ম। বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, ষষ্ঠ আদালতের বিচারপতি, সাব-জর্জ এবং ২য় সাব-জর্জ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সংক্রমণ নিয়ে আইসোলেশনে রয়েছেন। এই তিনটি এজলাসে ১৫ জুলাই পর্যন্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন।
এছাড়া আদালতের অন্যান্য এজলাস খোলা থাকলেও জারি হয়েছে বিধিনিষেধ। বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক উকিল বাবুদের মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
Social