পাপু লোহার, পানাগড়ঃ দানবাবার চাদর চাপানোর বর্ণাঢ্য আলোক সজ্জার মাধ্যমে শোভাযাত্রা নজর কাড়লো রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলি। রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলিকে নিয়ে আলোক সজ্জার মাধ্যমে শোভাযাত্রা নজর কাড়লো পানাগড়ে। পানাগড়ের মোল্লাপাড়ার কাঁকসা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিকে যেমন কন্যাশ্রী প্রকল্পের বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ার মুহূর্ত তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে, ওপর দিকে দুয়ারে সরকার কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও সবুজ সাথী প্রকল্পকেও তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে। পাশাপাশি এদিন আলোক সজ্জার মাধ্যমে করোনা সচেতনতার প্রচারও করা হয়।
ক্লাবের সম্পাদক তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবিরুল মল্লিক জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে কাঁকসার দানবাবা মেলা উপলক্ষে দানবাবার সমাধিতে ক্লাবের তরফ থেকে চাদর চাপানো হয়। যেটা শোভাযাত্রা করে দানবাবার মাজার পর্যন্ত যায়। গত ৯তারিখ থেকে শুরু করে মেলা চলে ১৬ তারিখ পর্যন্ত। মেলায় বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে দানবাবার সমাধিতে চাদর চাপানোর জন্য শোভাযাত্রা বের হয়।
সেই শোভাযাত্রায় এবছর কাঁকসা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্থির করা হয় রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলির মধ্যে থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ যে সমস্ত প্রকল্পের থেকে সুবিধা পাচ্ছে বা যে সমস্ত প্রকল্পের জন্য আজ বাংলার মানুষ গর্ব বোধ করে সেই সমস্ত প্রকল্পগুলি আরও বেশি করে যাতে প্রচার পায়, ক্লাবের সদস্যদের মধ্যে সিদ্ধান্ত হয় এবছর তাদের শোভাযাত্রায় সরকারি প্রকল্পগুলিকে আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হবে।
এলাকার বাসিন্দা অভিজিৎ মুখার্জি জানিয়েছে, বর্তমান রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসেছে। তার থেকে বহু মানুষ উপকৃত হয়েছে। মমতা ব্যানার্জি যে সমস্ত পরিকল্পনা গুলি করেছেন বিশেষ করে মহিলাদের জন্য বা ছাত্র-ছাত্রীদের জন্য সেই সমস্ত প্রকল্প থেকে তারা খুবই উপকৃত। সেই সমস্ত প্রকল্প গুলিকে যেভাবে কাঁকসা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।
Social