Breaking News

একুশে জুলাইকে কেন্দ্র করে ফের কাঁকসায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

 

পাপু লোহার, কাঁকসাঃ  সামনে একুশে জুলাই আর একুশে জুলাইকে কেন্দ্র করে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব  প্রকাশ্যে এলো কাঁকসায়। এদিন এক তৃণমূল কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই ওপর এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাঁকসার বাঁশকপা এলাকায়।  বাঁশকোপা গ্রামের বাসিন্দা সম্পদ মাঝি-র অভিযোগ, আগামী একুশে জুলাই তিনি কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। কিন্তু, যাদের সাথে তিনি ধর্মতলার সভায় যোগ দিতে যাবেন তাদের সাথে না গিয়ে এলাকারই তৃণমূল কর্মী রঞ্জিত বাউড়ির সাথে তাকে যেতে হবে কলকাতায় এমনই হুমকি দেওয়া হয়েছে তাকে। এমনকি তার সাথে না গেলে কারখানায় কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। মঙ্গলবার কাঁকসা থানার দ্বারস্থ হন সম্পদ মাঝি। রণজিৎ বাউড়ির সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাঁকসার ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে সেটা অন্যায় কাজ হয়েছে। একুশে জুলাই মানেই তৃণমূল কর্মীদের আবেগ। ১৩ জন শহীদকে শ্রদ্ধা জানাতে সমস্ত তৃণমূল কর্মী একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে যাবেন। তবে তৃণমূলের প্রকৃত কর্মী হয়ে থাকলে কখনোই কোনো তৃণমূল কর্মীকে হুমকি দিতে পারেন না এই বিষয়টি তারা খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

অপরদিকে, কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসির জেলা কমিটির সদস্য উৎপল ঘোষ-এর বিরুদ্ধে।

 মলয় কুমার মণ্ডল নামের টোল প্লাজার ওই কর্মীর অভিযোগ, মঙ্গলবার সকালে তিনি যখন টোল প্লাজায় কর্মরত অবস্থায় ছিলেন। তখনই এলাকারই এক তৃণমূল কর্মী উৎপল ঘোষ নামের এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে নানান ভাবে হুমকি দেয়। তার অভিযোগ তিনিও একজন তৃণমূল কর্মী এবং তাকে যিনি গালিগালাজ করছিলেন তিনিও একজন তৃণমূল কর্মী। কি কারনে তাকে গালিগালাজ করা হয়েছে তা তার জানা নেই। ঘটনার কথা তিনি উচ্চ নেতৃত্বকে জানানোর পাশাপাশি কাঁকসা থানাতেও লিখিত  অভিযোগ জানিয়েছেন। একুশে জুলাইয়ের আগে কাঁকসায় প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব জানিয়ে রীতিমতন সিষ্ট হয়েছে রাজনৈতিক মহলে।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *