জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার বিকালে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই কলকাতার ধর্মতলা যাবার সমর্থনে পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে মন্তেশ্বরে এক বিরাট মহামিছিল করা হয়। এই মিছিলটি মন্তেশ্বর গৌড়মোহন রায় কলেজের সামনে থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মাছ বাজারে এসে শেষ হয় এবং মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়।
এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শিশির ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা হিল্লোল বন্ধু, তন্ময় ব্যানার্জি, মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতিরা, মন্তেশ্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাকিবুল ইসলাম ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল সহ আরও অনেকে।
এই সভায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ সহ বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের নির্দেশ দেয়, বিভেদ ভুলে একতাবদ্ধ হয়ে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জীর নির্দেশে মন্তেশ্বর ব্লক থেকে একতাবদ্ধ হয়ে ১০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বাসে করে মেমারি, বর্ধমান, কাটোয়া, সুমদ্রগড় স্টেশনে পৗেঁছে ট্রেনে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার যাবার অঙ্গীকার ও একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন তারা।
Social