গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় আন্তঃমহকুমা ব্লক লীগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর সোমবার। মঙ্গলবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কাটোয়া দু’নম্বর ব্লক ও কেতুগ্রাম এক নম্বর ব্লক। কাটোয়া পৌরসভার মাঠে আয়োজিত খেলায় কাটোয়া-২ ব্লক ১-০ গোলে কেতুগ্রাম-১ ব্লককে পরাজিত করে।কাটোয়া-২ ব্লকের হয়ে গোল করেন রঘুনাথ রাজোয়ার।
আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জ্জী বলেন, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার। তিনি আরও বলেন, মহকুমার ৫টি ব্লক নিয়ে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী ব্লকগুলি হল, কাটোয়া-১, কাটোয়া-২, কেতুগ্রাম-১, কেতুগ্রাম-২ ও মঙ্গলকোট ব্লক। এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুব সম্প্রদায় সহ অসংখ্য ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।