মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ দক্ষিণবঙ্গের তেমন বর্ষা হয়নি। ফলে দক্ষিণবঙ্গের নদী গুলির তেমন কোনো জল আসেনি বা বন্যার কোনো সংশয় ছিল না। হঠাৎ ড্যাম থেকে জল ছেড়ে দেওয়ায় অজয় নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে জয়দেব কেন্দুলি থেকে দূর শিল্পনগরী দুর্গাপুরের যোগাযোগ সেতু ভেঙে পড়ে। বেকার হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। রাজমিস্ত্রি, ব্যবসাদার সহ বিভিন্ন দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়ে এই লিংক সেতু ভাঙাতে।
এবছর তেমন বর্ষা না হলেও এলাকার লোকেরা এই লিংক সেতুর যোগাযোগ থাকাতে শিল্পনগরী দুর্গাপুর সহ অন্যান্য জায়গায় ব্যবসা করতে সুবিধা হচ্ছিল। বর্তমানে সেতু ভেঙে যাওয়াতে পুজোর প্রাক্কালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসাদারদের। এখন বীরভূম-দুর্গাপুর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ।ব্যবসায়ীদের আশঙ্কা নদীতে জল না থাকলে ফেরি চলাচল হবে না। কারন, এবছর তেমন বর্ষা নেই তাই নদীতে জল থাকার আশঙ্কা অনেকটাই কম। প্রায় কুড়ি ফুটের মতো সেতু ভেঙে যাওয়াতে সেতু যে তাড়াতাড়ি মেরামত হবে সেই আশঙ্কা অনেকটাই কম বলে মেন করছেন অনেকে। এই মুহূর্তে জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জল আরও বাড়তে পারে।
Social