দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ খোশবাগে নাকা চেকিংয়ের সময় একটি ওয়ান শাটার বন্দুক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৎপর রাজ্য পুলিশ, দিকে দিকে পুলিশি হানায় উঠে আসছে একের পর এক আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যে বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাঁকুড়া জেলা ইন্দাস থানার খোশবাগে ইন্দাস পুলিশ নাকা চেকিং করছিল ঠিক তখনই রসুলপুরের দিক থেকে এক ব্যক্তি একটি সাইকেলে ব্যাগ নিয়ে ইন্দাসের দিকে আসছিল তার ব্যাগ চেকিং করতেই ব্যাগের ভেতরে পাওয়া যায় একটি ওয়ান শাটার বন্দুক, এরপর তাকে গ্রেফতার করা হয় এবং বাজেয়াপ্ত করা হয় তার বন্দুকটি। ধৃতের নাম শান্তনু পাল, বাড়ি ইন্দাস থানার চকশাপুরে। শুক্রবার ধৃত ওই ব্যক্তিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয় ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে।
Social