টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পৌর ভোটকে প্রহশনে পরিনত করেছে শাসকদল। এর প্রতিবাদে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের সমর্থনে বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। বর্ধমান শহরের বীরহাটা থেকে বাদামতলা মোড় পর্যন্ত করা হয় এই মিছিল। এদিনের মিছিলে পা মেলান সন্দীপ নন্দী, অভিজিৎ তা ও অঞ্জন মুখার্জি সহ বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
বিজেপির নেতা কর্মীরা এদিন শহরের সকল দোকানদারের কাছে আবেদন জানান, এই বনধকে সর্মথন করে দোকানপাট বন্ধ রাখুক। পাশাপাশি এই বনধের আবেদন নিয়ে তাঁরা যান বর্ধমান কোর্টেও।
Social