টুডে নিউজ সার্ভিসঃ পুজোর পরেই রেলের আই আর সি টি সি ইষ্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ্যোর্তিলিঙ্গ স্পেশাল ট্যুরিষ্ট ট্রেন চালানোর ঘোষণা করা হল। বর্ধমানে সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন আইআরসিটিসির দুই আধিকারিক অমিত মিত্র এবং নিখিল প্রসাদ।
এদিন অমিতবাবু জানিয়েছেন, আগামী ৬ নভেম্বর কলকাতা স্টেশন থেকে এই ট্রেন রওনা হয়ে বর্ধমান ষ্টেশন এবং ভাগলপুর ষ্টেশনে থামবে। তারপর গন্তব্যের দিকে রওনা দেবে। ১১ রাত ১২ দিনের এই ভ্রমণে দেখানো হবে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ এবং স্ট্যাচু অব ইউনিটি। এই ভ্রমণে মাথাপিছু স্ট্যান্ডার্ড স্লিপার শ্রেণীর খরচ ২২ হাজার ১০ টাকা এবং বাতানুকুল স্লিপার শ্রেণীর খরচ মাথা পিছু ৩৩ হাজার ২০ টাকা।
এই প্যাকেজের মধ্যেই থাকছে থাকা, খাওয়া, বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানো-সহ যাবতীয় খরচ। এদিন অমিত মিত্র জানিয়েছেন, করোনার প্রকোপ কাটিয়ে এখন ভ্রমণ পিপাসু মানুষ পাহাড়ের দিকেই বেশি যেতে চাইছেন। ইতিমধ্যেই কেবলমাত্র আইআরসিটিসি-র পক্ষ থেকে প্রায় ২৬টি ট্যুর করা হয়েছে।
Social