দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ চৈত্র মাস এলেই গাজনের দামামা বেজে ওঠে গ্রাম বাংলা জুড়ে। বড়জোড়ায় শ্রী শ্রী ভুবনেশ্বর জিউয়ের গাজন এর ব্যতিক্রম নয়। এদিন ছিল দিন গাজন। এই উপলক্ষে নীল অনার বিশেষ প্রথা পালিত হয়। সমস্ত ভক্তবৃন্দ এবং সেবায়েতরা বাদ্য যন্ত্র সহকারে নীল নিয়ে আসে। সামনে ছিল আদিবাসী নৃত্য। গ্রামবাসীরা ভক্তদের পা ধুয়ে দিয়ে তাদেরকে বরণ করে নেয়। গাজনের এই নীল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুখেন বিদ, এছাড়াও বড়জোড়া গ্রাম্য ষোলআনা কমিটির পক্ষে সম্পাদক প্রণব মন্ডল, গোপাল দে, তারাপদ পাল প্রমুখ।
Social