দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ শীতের সকালে পৌষ মাসে শেষে ইন্দাস বিধান সভার বিধায়ক নির্মল কুমার ধারা ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি চা চক্রে আয়জন করেন। শীতে সকালে গরম চায়ের কাপে চুমুক দিয়ে একটি চাযের দোকানে বসে সাধারণ মানুষের সাথে খোসমেজাজে চা থেতে খেতে গল্পগুজব করেন ও সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। কুশমুড়ি গ্রামে ঘরের ছেলে বিধায়ক হওয়ায় তারা ঘরের ছেলের কাছে পেয়ে খুবই আনন্দ পেছনে।