Breaking News

লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলের দ্বিতীয় মিলন মেলা

রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ করোনার সময় ঘরবন্দী অবস্থায় পারষ্পরিক যোগাযোগ ও আতঙ্কিত সময়ে কিছুটা স্বস্তি লাভের আশায় শান্তিনিকেতন থেকে একটি অনলাইন রেডিও চ্যানেল শুরু করা হয়। এই উদ্যোগের মূলে ছিলেন শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়,বিভিন্ন জায়গা থেকে মানুষ নিজের গাওয়া গান, কবিতা, গদ্য ইত্যাদি অডিও রেকর্ডিং করে পাঠান, সেটা আপলোড করা হয় এবং একটি লিংকের মাধ্যমে গোটা দুনিয়ায় শোনা যায়।  তখনকার সেই ছোট্ট উদ্যোগ গত দুবছরে বিরাট চেহারা নিয়েছে দেশ বিদেশ থেকে বহুজন যুক্ত হয়ে এখন কাজ পাঠান। বাঙালি সংস্কৃতির বিশেষ দিনগুলি পরিকল্পিত ভাবে উদযাপন করা হয়।  অতিমারী  পেরিয়ে গেলেও পরের দুই বছর ধরে প্রতি সন্ধ্যায় চলছে লোকায়ত শান্তিনিকেতন রেডিও।

 গতবছরের পর এবছর  বোলপুরে তার দ্বিতীয় মিলনমেলা অনুষ্ঠিত হল বোলপুরে। কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদের পাশাপাশি উত্তরবঙ্গ, রাজ্যের বাইরে ভিলাই, বেঙ্গালুরু, মুম্বাই এর পাশাপাশি বাংলাদেশের সদস্যেরা এসেছেন। চিকিৎসক, শিক্ষক, ব্যাঙ্ককর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী থেকে কবিয়াল সমাজের সব স্তরের মানুষ রয়েছেন এখানে। 

বাংলাদেশ থেকে এসেছেন মনীষা সরকার, লোকায়তর অন্যতম উদ্যোক্তা। দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদানের ভাবনায় তিনি উজ্জীবিত। অনেকেই বললেন যে এই রেডিও চ্যানেল তাঁদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছে। প্রকাশিত হয় লোকায়ত শান্তিনিকেতনের অনলাইন পত্রিকা। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, লোকসঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রনাথ এবং সমকালীন কবির কবিতা ও স্বরচিত কবিতা পাঠ করেন অনেকে। 

দ্বিতীয় মিলনমেলায় দাঁড়িয়ে লোকায়ত শান্তিনিকেতন তার  বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল যারা ছিলেন, যারা আছেন, যারা থাকছেন। উদ্যোক্তাদের আশা এই, যে সেতু নির্মিত হয়েছে দারুণ বিচ্ছেদের দিনে, সে থাকুক চির অক্ষয়।

বিশিষ্ট লোকগবেষক অকালপ্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য্যের দোহার শিল্পীগোষ্ঠীর অন্যতম ঋতচেতা গোস্বামীর সঙ্গীত সকলকে মন্ত্রমুগ্ধ করে।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *