টুডে নিউজ সার্ভিস, কালনাঃ এশিয়া মহাদেশ তথা ভারতের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল পার করে ইতিহাস গড়লেন কালনার বারুইপাড়া এলাকার সায়নী দাস। এর আগে তিনি ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেল, রটনেস্ট চ্যানেল জয় করেছিলেন। এরপর তাঁর মুকুটে আরেকটি পালক সংযোজিত হল মোলোকাই চ্যানেল।
আমেরিকান সময় অনুযায়ী ২৭ এপ্রিল রাত ৯টা ২০মিনিট নাগাদ সে জলে নামে, আর তাঁর সাঁতার শেষ হয় ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩০মিনিট, প্রায় ১৮ ঘন্টার বেশকিছু সময় জলে সাঁতার কাটার পর তাঁর সাফল্য আসে।
Social