গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়ার মুস্থূলীতে মা বোলতলা কালী মন্দিরে প্রতি বছরের মতো এবারও নামসংকীর্তন ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। মুস্থূলী বোলতলা কালীমাতা পুজা কমিটি ট্রাস্টের পরিচালনায় এই নামসংকীর্তন ও নরনারায়ণ সেবা হয়। এবারে প্রায় ৮ হাজার লোকের আয়োজন করা হয়েছে। টাস্ট্রের সম্পাদক উজ্জ্বল মুখার্জ্জী, সভাপতি সমীর ঘোষ, কোষাধ্যক্ষ নিতাই ঘোষ, জানালেন- গত দু’বছর কোভিড পরিস্থিতির জন্য নরনারায়ণ সেবা বন্ধ ছিল। এবারে আবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।প্রতিবছরই বৈশাখ মাসে রাত্রিতে নরনারায়ণ সেবার আয়োজন হয়। ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা, একডেলা, আখড়া জগদানন্দপুর প্রভৃতি গ্রামের মানুষেরা এদিন উপস্থিত থেকে নরনারায়ত সেবা গ্রহণ করেন।
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social