দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে আকুই হাটতলার পাশে বাঁশঝাড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দু’দিন ধরে বসে রইলো। শনিবার সন্ধ্যায় এলাকার এক ব্যক্তি তাঁকে দেখতে পান। সাথে সাথে আকুই গ্রামের স্থানীয় ব্যক্তিরা ইন্দাস থানায় খবর দেয়।
খবর পেয়ে তড়িঘড়ি ইন্দাস থানার পুলিশ, আকুই আউটপোষ্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে মুড়ি, চপ ও পানীয়জল খেতে দেয়। আকুই গ্রামে পুলিশ খোঁজ খবর চালায় ওই এলাকায় কোনো তাঁর পরিচিত আত্মীয়স্বজন আছে নাকি। অবশেষে আকুই গ্রামে ওই ব্যক্তির আত্মীয়ের খবর পাওয়া যায় এবং তাঁকে আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা যায় তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা।