দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার পাত্রসায়ের থানার বিউর মল্লিকপাড়া এলাকায় রবিবার ভোর রাতে এক ব্যক্তির বাড়িতে বিধ্বংসী আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, এদিন ভোরে মইনুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখায় গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে সেই মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। আগুনের গ্রাসে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পারা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর অভিযোগ যে দমকলে দেরিতে পৌঁছানোর জন্য ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েছে। এলাকাবাসীদের দাবি ইন্দাস পাত্রসায়ের ও সোনামুখী এলাকায় একটি দমকল বিভাগ থাকলে ক্ষতির সংখ্যা কমতো।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে ইলেকট্রিক শর্ট-সার্কিট নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারন তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ।
Social