পাপু লোহার, দুর্গাপুরঃ ভোট পরবর্তী হিংসায় দুর্গাপুরে এন.আই.আই.টি-তে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আহমেদ শামস তবরিজ ওরফে অরূপ মিদ্দা। এছাড়াও তিনি ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন।
পাশাপাশি বীরভূমের মহম্মদ বাজারের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস সিনহা, বীরভূমের এক তৃণমূল নেতা সহ আরও কয়েকজনকে। সোমবার সকাল দশটায় দুর্গাপুরে সিবিআইয়ের এক অস্থায়ী ক্যাম্পে আসেন এই তৃণমূল নেতারা। তাদের প্রত্যেকের কাছে আগেরদিন রাতে নোটিস পাঠানো হয়, সেই মোতাবেক সোমবার সকালে দুর্গাপুরের অস্থায়ী সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়। সূত্র মাফিক জানা যাচ্ছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের ডেকে পাঠানো হয়েছে। রবিবার থেকে বেশ কয়েকজনকে দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে জেরা করছে সিবিআই আধিকারিকরা। তাদের অভিযোগ, চক্রান্ত করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।
Social