মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূম জেলার নগরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটা বুনি গ্রাম এখন ভারতের গর্ব এবং সংবাদ শিরোনামে। এই গ্রামেরই হতদরিদ্র এক আদিবাসী পরিবার থেকে উঠে আসা শিবলাল মুর্মু-র কন্যা পাপিয়া মুর্মু উজ্জ্বল করেছে ভারতের মুখ। সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের কলা বিভাগের ছাত্রী এই পাপিয়া। সে বিশ্ব অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় ভারতকে ব্রঞ্চ এনে দিয়েছে। আমেরিকার মাটিতে উড়িয়েছে জাতীয় পতাকা, ফুটিয়েছে ভারতের নাম, জিতেছে সম্মানের মেডেল।
পাপিয়া মুর্মু ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি নেশা ছিল। সেই নেশাকে কাজে লাগিয়ে শিক্ষক মৃণাল বাবুর সহযোগিতায় অঞ্চল ব্লক জেলা ও রাজ্যে প্রতিটি প্রতিযোগিতায় তিনি জিতে গেছেন। এরপর এসেছে দেশে ও বিদেশে যাওয়ার পালা। সমগ্র শিক্ষা মিশন সহযোগিতা করে অলিম্পিকে খেলার সুযোগ করে দেন।
সমগ্র শিক্ষা মিশনের শুকদেব বাবু জানান, পাপিয়ার পারফরম্যান্সে তারা সত্যিই খুব গর্বিত। পাপিয়া সমগ্র শিক্ষা মিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই ধরনের পারফরম্যান্স ও ভারতকে ব্রঞ্চ এনে দেওয়ার জন্য জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী তাকে সম্বর্ধনা জানিয়েছেন এবং সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
Social