Breaking News

বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই-১ অঞ্চলে আকুই  ইউনিয়ন হাই স্কুল ও আকুই ননিবালা গার্লস স্কুলে বাল্যবিবাহ রোধে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ সমাজ এবং সংসারে কাছে একটি অভিশাপ, যদিও একথা মানতে চায়নি আমাদের সমাজে মানুষ।বিশেষ করে গ্রাম ও শহরে শিক্ষিত পিছিয়ে পরা ভদ্রলোকরা।

আল্ট্রামর্ডান সমাজ ব্যবস্থার মধ্যেও কন্যা সন্তান যে পুত্র সন্তানের সমকক্ষ হয়ে উঠতে পারেনি তা অনেক উদাহরন আছে। কিন্তু, পিতা মাতারা ও বাড়ির লোকজন মনে করে কন্যা সন্তানকে পরের বাড়িতে যেতে হবে তার জন্য দেরি করে লাভ কি। তারা ভাবে যত তাড়াতাড়ি আপদ বিদায় হবে ততই ভালো। তবে এর একটা অন্য কারন আছে সমাজে মহিলাদের নিরাপত্তা। কখন কি যে ঘটে আগাম হদিস থাকে না। বিপদ আসে না বলে।বাস-মাঠ-ঘাটে সবত্র আতঙ্ক তাড়া করে থাকে।  কিছু সমাজে মুখোশ ধারি জানোয়ারদের ভয়ে মা বাবারা  বিয়ে দেবার জন্যে ব্যস্ত হয়ে পরে। 

অবুঝ অভিভাকদের বোঝাবার চেষ্টা সমাজের সর্বস্তরের যে হয়নি তা নয়।সরকারি প্রচার চলছে লাগাতার আছে জরিমানার ব্যবস্থা। তার কোনো ফলাফল হয়নি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে আকুই ইউনিয়ন হাই স্কুল ও আকুই ননিবালা গার্লস হাই স্কুলে কন্যশ্রী ক্লাবের উদ্যোগে ইন্দাস ব্লকে কন্যাশ্রী দপ্তরের সহযোগীতায় বাল্যবাবিহ যে সমাজ ও সংসারে কাছে উজ্জ্বল কোনো দৃষ্টান্ত নয়  সেই বিষয়ে একটি সচেতনতা মুলক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ওই দুই স্কুলে ছাত্রীরা ও আকুই-১ অঞ্চলের উপপ্রধান, ইন্দাস বক্ল প্রশাসনের আধিকারিকরা ও ইন্দাস থানার পুলিশের আধিকারিকরা। এছাড়াও  দুই স্কুলে শিক্ষক ও শিক্ষিকারা।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *